মাদকের টাকা না পেয়ে বাবাকে হত্যার অভিযোগ, ছেলে আটক
রাজশাহী মহানগরীতে মাদকের টাকা না পেয়ে বাবাকে হত্যার অভিযোগে মমিনুল ইসলাম পিয়াস ওরফে জুম্মা (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। নগরীর অচিনতলা এলাকায় আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এরপরই জুম্মাকে আটক করে পুলিশ।
নিহত আবুল বাশার জুয়েল (৫০) নগরীর রাজপাড়া থানাধীন অচিনতলা এলাকার বাসিন্দা।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে মমিনুল ইসলাম পিয়াস ওরফে জুম্মা তাঁর বাবা আবুল বাশার জুয়েলকে কাঁচি দিয়ে বুকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। স্বজনেরা তাঁকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহত আবুল বাশার জুয়েলের স্ত্রী মর্জিনা খাতুন বলেন, নেশার টাকা না পেয়ে জুম্মা তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে দিয়ে আঘাত করে। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, ঘটনার পর স্থানীয় লোকজন বাড়ি ঘিরে রাখেন। এ জন্য জুম্মা পালাতে পারেননি। পরে পুলিশ গিয়ে তাঁকে আটক করে। প্রাথমিকভাবে জানা গেছে, মাদকের টাকা না পেয়ে জুম্মা তাঁকে বাবাকে হত্যা করেছেন।