কুলিয়ারচরে কিশোর-কিশোরী ক্লাবে খেলাধুলার সামগ্রী ও বাদ্যযন্ত্র বিতরণ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের সাতটি ক্লাবের মধ্যে খেলাধুলার সামগ্রী ও সংগীত বাদ্যযন্ত্র বিতরণ করা হয়েছে। সামগ্রীর মধ্যে রয়েছে হারমোনিয়াম, ঢোল, তবলা, ক্যারামবোর্ড, লুডু ইত্যাদি।
আজ সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়াৎ ফেরদৌসীর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এই খেলাধুলা ও সংগীত বাদ্যযন্ত্র সামগ্রী বিতরণ করা হয়।
ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ইয়াছির মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুসা জিসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও জেলা পরিষদের সদস্য জিল্লুর রহমান।
অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলরুবা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল সাত্তার মাস্টার, ফরিদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান মো. আব্বাস উদ্দিন, সালুয়া ইউপি চেয়ারম্যান মো. শাহ মাহবুব রহমান প্রমুখ।