খোলা চিনির কেজি ৭৪ টাকা, প্যাকেট চিনি ৭৫
প্রতি কেজি খোলা চিনির দাম ৭৪ টাকা ও প্যাকেটজাত চিনি ৭৫ টাকা নির্ধারণ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। চিনির বাজার নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠকে চিনির সর্বোচ্চ দাম নির্ধারণ করে দিয়েছে।
সরকারের সঙ্গে আলোচনার পর নির্ধারিত এ দামে চিনি বিক্রি করা হবে বলে বৈঠকে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো প্রতিশ্রুতি দিয়েছে। তারা এ প্রতিশ্রুতি রক্ষা করবেন বলেও সরকারকে আশ্বস্ত করেছে। বৈঠকে সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, দেশবন্ধু গ্রুপসহ চিনি উৎপাদনকারী ও আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বৈঠক শেষে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান সাংবাদিকদের বলেন, খুচরা বাজারে প্রতি কেজি চিনির দাম ৮০ টাকা ছাড়িয়ে গেছে। আমরা কেজিতে পাঁচ টাকা করে দাম কমিয়েছি। এখন থেকে প্রতি কেজি খোলা চিনি ৭৪ টাকা ও প্যাকেট চিনি ৭৫ টাকার মধ্যে বিক্রি হবে।
দাম নির্ধারণের বিষয় সফিকুজ্জামান আরো বলেন, গত মাসের এলসির মূল্য বিবেচনায় নিয়ে আমরা এই দাম নির্ধারণ করে দিয়েছি। এই দামের ওপর ভিত্তি করে মিল গেট ও পাইকারি পর্যায়ে দাম আনুপাতিক হারে আমদানিকারকরা ঠিক করবেন। আগামীকাল শুক্রবার থেকে দাম কার্যকরের বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তদারকি করবে।