ব্রাহ্মণবাড়িয়ায় প্রতারণা ও মামলা থেকে মুক্তি পেতে মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়ায় প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকা ফেরত এবং হয়রানিমূলক মামলা থেকে মুক্তি পেতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কিছু ভুক্তভোগী। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার কালিসীমা গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন কালিসীমা গ্রামের মো. বশির, নাসির উদ্দিন, শিল্পী বেগম প্রমুখ।
এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, বড় কালিসীমা গ্রামের জনতা ব্যাংকের কর্মকর্তা শহীদুল হক ও তাঁর পরিবারের লোকজনসহ একটি প্রতারকচক্র বিদেশ পাঠানো ও ব্যবসা করার কথা বলে শালগাঁও, কালিসীমা ও সিন্দুউড়াসহ বেশ কয়েকটি গ্রামের মানুষ থেকে নানা কৌশলে প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে নেয়। পরে নির্দিষ্ট সময়ের পর টাকা ফেরত চাইলে তারা টাকা দিতে অস্বীকৃতি জানান। এ ছাড়াও বাড়াবাড়ি করলে প্রাণনাশের হুমকি দেয়।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, পাওনা টাকা চাওয়ায় ওই চক্রটি তাদের নানাভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। দ্রুত মামলা প্রত্যাহারসহ পাওনা টাকা ফেরত পাওয়ার দাবি জানান তাঁরা।
পরে শহীদুলসহ প্রতারকচক্রের বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করে। মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।