রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫৩
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৩ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল বুধবার সকাল ৬টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আজ বৃহস্পতিবার ডিএমপির জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
ইফতেখায়রুল ইসলাম বলেন, ‘অভিযানে আটক করা ব্যক্তিদের কাছ থেকে নয় হাজার ৮০৭ পিস ইয়াবা, ১৪১ গ্রাম ৩৬ পুরিয়া হেরোইন, তিন কেজি ৫৭০ গ্রাম গাঁজা, নেশাজাতীয় ১৫ অ্যাম্পুল ইনজেকশন ও ৪৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।’
‘এসব আসামির কারও কারও বিরুদ্ধে বিভিন্ন থানায় আগেও মামলা করা হয়েছিল। সর্বশেষ, এই ৫৩ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা করা হয়েছে’ বলে জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।