কাল ভোরে নেপাল যাচ্ছেন তামিম
নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগ (ইপিএল) টি-টোয়েন্টিতে খেলবেন বাংলাদেশের তারকা ওপেনার তামিম ইকবাল। ইপিএলের এবারের আসরে ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলবেন তিনি।
নেপালের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে আগামীকাল শুক্রবার ভোর ৪টায় ঢাকা ছাড়বেন তামিম। কাঠমাণ্ডুতে সরাসরি বিমান যোগাযোগ আপাতত বন্ধ থাকায় কাতার হয়ে যেতে হচ্ছে তামিমকে। নেপালে তিনি পৌঁছতে পারেন শুক্রবার বিকেলে।
আগামী ২৫ সেপ্টেম্বর মাঠে গড়াবে ইপিএলের এবারের আসর। ৯ অক্টোবর ফাইনাল দিয়ে পর্দা নামবে আসরটির।
এর আগে এক ভিডিও বার্তায় তামিম বলেন, ‘ভাইরাহাওয়া গ্লাডিয়েটর্সের হয়ে এভারেস্ট প্রিমিয়ার লিগে অংশ নেব বলে আমি উচ্ছ্বসিত। এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলার জন্য আমি মুখিয়ে আছি। দ্রুতই আপনাদের সঙ্গে দেখা হবে।’
এদিকে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছেন না তামিম। সম্প্রতি দেশের হয়ে তিনটি সিরিজে খেলেননি এই বাঁহাতি ওপেনার। তাই অনুশীলনের ঘাটতি ও সিরিজগুলোকে তাঁর জায়গায় যাঁরা খেলেছেন তাঁদের সুযোগ দিতেই বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেন তিনি। তবে ইপিএলে খেলবেন তামিম।