চুয়াডাঙ্গায় বারোয়ারি মন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগ
চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলাতদিয়ার বারোয়ারি মন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। মন্দির কমিটির সদস্যরা আজ শুক্রবার বিকেলে বিষয়টি জানতে পারেন।
আয়োজক কমিটির সদস্যরা জানান, কে বা কারা দূর্গার হাতের আঙুল, সাপ ও ময়ুরের মুখ ভাঙচুর এবং বাঘের পা ও ময়ুরের গলায় আঁচড় টেনেছে।
খবর পেয়ে পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার ও জেলা পূজা উদযাপন কমিটির সদস্য সচিব কিশোর কুমার কুণ্ডু সরেজমিন পরিদর্শন করেছেন।
পুলিশ সুপার জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে শিশু বয়সী কেউ দুষ্টুমীর ছলে প্রতিমার হাত থেকে চারটি আঙুল খুলে নিতে পারে। এছাড়া বাকিগুলো কাদা মাটি শুকিয়ে বা ঢেকে রাখা কাপড়ের কারণে ফেটে ঝরে পড়তে পারে।