সাবিনার হ্যাটট্রিকে বাংলাদেশের মেয়েদের দারুণ জয়
এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে দুই ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি বাংলাদেশ নারী ফুটবল দল। দুই ম্যাচে ১০ গোল হজম করে আসর থেকে ছিটকে পড়ে তারা। অবশ্য বাংলাদেশের মেয়েরা এই হতাশা ভুলেছে হংকংয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে দারুণ জয় পেয়ে। অধিনায়ক সাবিনা খাতুনের হ্যাটট্রিকে হংকংকে ৫-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ দল।
আজ রোববার উজবেকিস্তানের জার একাডেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে সাবিনা করেন চার গোল, আর তহুরা খাতুন করেন এক গোল।
বাংলাদেশের মেয়েরা প্রথমার্ধে দুই গোল করেন। ১৮ মিনিটে তহুরা প্রথম গোল করেন। ৪৩ মিনিটে ব্যবধান দ্বিগুণকরা গোলটি আসে সাবিনার পা থেকে।
পরে ৫৩ ও ৫৭ মিনিটে আরও দুই গোলে হ্যাটট্রিক পূর্ণ করেন সাবিনা। ৮৫ মিনিটে দলের পক্ষে পঞ্চম ও ব্যক্তিগত চতুর্থ গোল করেন তিনি।
এর আগে এশিয়ান কাপের বাছাইয়ের প্রথম ম্যাচে জর্ডানের কাছে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ। পরে ইরানের কাছে দ্বিতীয় ম্যাচেও এইকই ব্যবধানে হেরে ছিটকে যায় লাল-সবুজের দল।