‘আগের বার্সার সঙ্গে এই বার্সার তুলনার মানে নেই’
চলতি মৌসুমে বড় দুঃসময় পার করছে বার্সেলোনা। স্প্যানিশ লিগ কিংবা চ্যাম্পিয়নস লিগ—কোনো মঞ্চেই আলো ছড়াতে পারছে না কাতালান ক্লাবটি। দলের ছন্দহীনতায় চাপ বাড়ছে কোচ রোনাল্ড কোম্যানের ওপর। অনেকেই কোম্যানের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছেন। কিন্তু, এ বিষয় নিয়ে কোম্যান অবশ্য তত ভাবছেন না। তাঁর মতে, আগের বার্সেলোনার সঙ্গে এই বার্সার তুলনার কোনো মানে নেই।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে গতকাল বুধবার বেনফিকার কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয় বার্সেলোনা। হারের রাতে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সেলোনা ডিফেন্ডার এরিক গার্সিয়া। এর আগে বায়ার্ন মিউনিখের কাছেও একই ব্যবধানে হেরেছিল কাতালান ক্লাবটি।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো ইউরোপীয় প্রতিযোগিতায় প্রথম দুই ম্যাচে হারল বার্সেলোনা। এর আগে ১৯৭২-৭৩ মৌসুমে প্রথম এমন হতাশার সঙ্গী হয়েছিল বার্সা।
পয়েন্ট টেবিলেও তাদের অবস্থা নড়বড়ে। চ্যাম্পিয়নস লিগের দুই ম্যাচ শেষে টেবিলে সবার নিচে বার্সা। গ্রুপের অন্য ম্যাচে দিনামো কিয়েভকে ৫-০ গোলে হারানো বায়ার্ন ৬ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে বেনফিকা। তাদের বিপক্ষে প্রথম ম্যাচে ড্র করা দিনামোর পয়েন্ট ১। সবমিলে খুব খারাপ সময় যাচ্ছে বার্সার।
এমন দুর্দিন নিয়ে কোম্যান বলেন, ‘আমার দলের সামর্থ্য নিয়ে তর্ক করতে যাব না আমি। এই বার্সেলোনার সঙ্গে আগের বার্সেলোনার তুলনার কোনো অর্থই নেই। এটা পানির মতো পরিষ্কার।’
নিজের ভবিষ্যৎ নিয়ে ডাচ কোচের ভাষ্য, ‘আমি কেবল ক্লাবে নিজের কাজের ব্যাপারেই মতামত দিতে পারি। আমি অনুভব করি, খেলোয়াড়রা আমার পাশে আছে, তাদের মানসিকতাও। বাকিটা, ক্লাব জানে। আমি নিশ্চিত নই। কারণ আমি জানি না, ক্লাব এই ক্ষেত্রে কী ভাবছে। এটা আমার হাতে নেই।’
বেনফিকার কাছে হার নিয়ে কোম্যান বলেন, ‘এই ফলাফল হজম করা কঠিন এবং মাঠে যা দেখি, তার প্রতিফলন এতে পড়ছে না। যদিও আমরা শুরুতে পিছিয়ে পড়েছি, তার পরও ২-০ হওয়ার আগ পর্যন্ত আমরা ভালো খেলেছি। গোল করার বেশ কয়েকটি সুযোগ পেয়েছি আমরা, কিন্তু নিতে পারিনি।’