ঢাবির শহীদুল্লাহ হলেও শিক্ষার্থীরা জোর করে প্রবেশ করেছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের পর এবার ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের শিক্ষার্থীরাও জোর করে প্রবেশ করেছে।
আজ শুক্রবার সন্ধ্যার দিকে শিক্ষার্থীরা হলে প্রবেশ করেন বলে জানা যায়। এ সময় হল প্রশাসন শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেও তাদের হল থেকে বের করতে পারেনি।
শিক্ষার্থীরা জানান, তাঁরা আজকে বাসা-মেস ছেড়ে দিয়েছেন। চলতি মাসে তাদের অনেকেরই ফাইনাল পরীক্ষা। এখন তাঁরা কোথায় যাবেন? তাই হলে চলে এসেছেন।
নাম প্রকাশ না করার শর্তে একজন শিক্ষার্থী বলেন, ‘স্যাররা বের করে দিতে চাইলে হল গেইটে তাবুতে থাকব। তারপরেও হল ছেড়ে যাব না।’
একইসঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ৫ অক্টোবর হল খোলার সিদ্ধান্তকে অবিবেচনাপ্রসূত এবং শিক্ষার্থীদের স্বার্থবিরোধী বলে মন্তব্য করেন তাঁরা।
এ বিষয়ে শহীদুল্লাহ হলের প্রভোস্ট ড. মুহাম্মদ জাবেদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় আলোচনা করেছি। তাদের কথা শোনার চেষ্টা করেছি। একাডেমিক কাউন্সিল ও প্রভোস্ট কমিটির সিদ্ধান্তের বাইরে গিয়ে আমাদের কাজ করা সম্ভব নয়৷ তবে যে সব শিক্ষার্থীর সমস্যা রয়েছে তাদের জন্য আমরা জরুরি ব্যবস্থা করব। এরই মধ্যে হলের হাউজ টিউটরদের সঙ্গে কথা বলেছি।’
এর আগে আজ দুপুরে তালা ভেঙে হলে প্রবেশ করে বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের শিক্ষার্থীরা।