অধ্যাপক ড. আফসার উদ্দীন আর নেই
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক ও সাবেক উপউপাচার্য (প্রসাশন) অধ্যাপক ড. আফসার উদ্দীন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার দুপুর ১টায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি আফসার আহমদ নামে পরিচিত। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, সহকর্মী, শিক্ষার্থী ও অগণিত গুণগ্রাহী রেখে গেছেন।
জানা যায়, তিনি আজ যশোর থেকে বিমানে ফেরার পথে অসুস্থবোধ করেন। এ জন্য তিনি ঢাকায় নেমেই নিজেই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে যান। সেখানেই আকস্মিক মৃত্যু হয় তাঁর।
অধ্যাপক ড. আফসার আহমদের আকস্মিক অকাল মৃত্যুতে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় উপাচার্য বলেন, ‘অধ্যাপক ড. আফসার আহমদের অকাল মৃত্যুতে দেশ, জাতি এবং বিশ্ববিদ্যালয়ের অপূরণীয় ক্ষতি হলো। বিশ্ব নাট্যজগতে বিশেষ করে বাংলাদেশের নাট্যজগতে তাঁর শূন্যতা পূরণ হওয়ার নয়।’
অধ্যাপক ড. আফসার আহমদ বিশ্ববিদ্যালয়ের সপ্তম ব্যাচের বাংলা বিভাগের ছাত্র ছিলেন। বাংলা বিভাগে শিক্ষক হিসেবে যোগদানের পর নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ খোলা হলে তিনি এই বিভাগে যোগদান করেন। তিনি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের চেয়ারম্যান, চারুকলা বিভাগের চেয়ারম্যান, প্রক্টর, কলা ও মানবিক অনুষদের নির্বাচিত ডিন এবং বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) পদে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন চ্যানেলে সাহিত্য ও সংস্কৃতিমূলক অনুষ্ঠান উপস্থাপন করে খ্যাতি অর্জন করেছিলেন।
আজ শনিবার বাদ এশা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জামসা গ্রামে তাঁর মরদেহ দাফন করা হবে।