কাশ্মীরে পাঁচ ভারতীয় সেনা নিহত
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে অভিযানকালে সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর পাঁচ জন নিহত হয়েছেন। জম্মু-কাশ্মীরের পুচ জেলায় আজ সোমবার এ সংঘর্ষে নিহতদের একজন সেনা কর্মকর্তা এবং বাকি চার জন সেনা সদস্য। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় সশস্ত্রদের সঙ্গে এখনও ভারতীয় সেনাবাহিনীর সংঘর্ষ চলছে বলে জানিয়েছে এনডিটিভি। জম্মু-কাশ্মীরের সুরানকোটের ডেরা কি গলির নিকটবর্তী একটি গ্রামে আজ ভারতীয় সেনাবাহিনীর অভিযান শুরুর পর সশস্ত্র সংঘর্ষ বাধে।
অন্যদিকে, এক সপ্তাহ ধরে জম্মু-কাশ্মীরে ফের চালু হওয়া গণগ্রেপ্তারে সাত শতাধিক লোককে কারাগারে পাঠানো হয়েছে। বেসামরিক নাগরিক, বিশেষত পণ্ডিতদের ওপর হামলার প্রতিক্রিয়ায় গত ছয় দিন ধরে কাশ্মীরে এই গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে। আটক হওয়াদের মধ্যে নিষিদ্ধ জামায়াতে ইসলাম ছাড়া ওজিডব্লিউ ওয়ার্কার্স এবং দক্ষিণ কাশ্মীরের ব্যক্তিরাও রয়েছে।