জম্মু–কাশ্মীরে সংঘর্ষে নিহত আরও ৪ ভারতীয় সেনা, নিহত বেড়ে ৯
ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পুঞ্চ ও রাজৌরি জেলায় সন্ত্রাসবিরোধী অভিযানের সময় আরও চার ভারতীয় সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বার্তা সংস্থা আইএএনএসের বরাত দিয়ে ওড়িশা টিভি এ খবর জানিয়েছে।
আইএএনএস জানিয়েছে, গত ১১ অক্টোবর পাঁচ ভারতীয় সেনা নিহতের পর এ পর্যন্ত অভিযান চলাকালীন দুই জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও)-সহ নয় সেনা নিহত হয়েছেন।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর আনন্দ জানিয়েছেন, পুঞ্চের মেন্ধরের নর খাস এলাকার গভীর জঙ্গলে জম্মু ও কাশ্মীর পুলিশের সঙ্গে একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছিল ভারতীয় সেনা। সে সময় সুবেদার অজয় সিংহ এবং নায়েক হরেন্দ্র সিংহ নিহত হন। নিরাপত্তাবাহিনীর এ অভিযানে যোগ দিয়েছিলেন তাঁরা। জঙ্গল এলাকায় জঙ্গিদের আস্তানার খোঁজে চলছিল এই অভিযান।
গত ১৪ অক্টোবর জঙ্গিদের সঙ্গে লড়াই চলাকালীন সুবেদার অজয় সিংহ এবং নায়েক হরেন্দ্র সিংহের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে—জঙ্গি-দমনে এবং সেনাদের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপনের চেষ্টা চলছে। সুবেদার অজয় সিংহ এবং নায়েক হরেন্দ্র সিংহ নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় তাঁদের মৃতদেহ উদ্ধার হয়। ওই এলাকায় এখনও অভিযান চলছে।
গত ১১ অক্টোবর জঙ্গিদের বিরুদ্ধে সংঘর্ষে জম্মু ও কাশ্মীরে পাঁচ জন ভারতীয় সেনা নিহত হওয়ার কথা জানা গিয়েছিল। ঘটনাটি ঘটে পুঞ্চ জেলায়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, খবর আসে, পুঞ্চ জেলার সুরানকোটের অন্তর্গত ডেরা কি গলি অঞ্চলে কয়েক জন জঙ্গি আত্মগোপন করে রয়েছে।
ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দ্র আনন্দ জানান, সূত্র মারফত খবর আসে যে, নিয়ন্ত্রণরেখা টপকে চার-পাঁচ জন সশন্ত্র জঙ্গি ভারতে অনুপ্রবেশ করে পুঞ্চের চামেরার জঙ্গলে লুকিয়ে রয়েছে। খবর পেয়ে অভিযানে নামে বাহিনী। গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে ডেরা কি গলির কাছাকাছি একটি গ্রামে অভিযান চালানো হয়। বাহিনীকে দেখতে পেয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। গুলিতে গুরুতর আহত হন সেনাবাহিনীর এক জেসিও এবং আরও চার সদস্য। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের মৃত ঘোষণা করা হয়।