দেড় বছর পর আজ ক্লাসে ফিরছেন ঢাবি শিক্ষার্থীরা
নভেল করোনাভাইরাসের সংক্রমণের কারণে দেড় বছর বন্ধ থাকার পর আজ রোববার খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। এ উপলক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে গতকাল শনিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার বেলা ১১টার দিকে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শ্রেণিকক্ষ পরিদর্শন করবেন।
এ বিষয়ে ঢাবির উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয় খুলছে। আমরা সব অনুষদের ডিন এবং বিভাগীয় প্রধানদের নির্দেশনা দিয়েছি। তাঁরা সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। স্বাস্থ্যবিধি মেনে সব ক্লাস-পরীক্ষা হবে।’
এর আগে গত ৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো শিক্ষার্থীদের জন্য শর্ত সাপেক্ষে খুলে দেওয়া হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব শিক্ষার্থী অন্তত এক ডোজ টিকা নিয়েছেন, তাঁরা স্বাস্থ্যবিধি মেনে ক্লাস কার্যক্রমে অংশ নিতে পারবেন। এক্ষেত্রে তাঁদের টিকা কার্ড দেখাতে হবে।