দেড় বছর পর শ্রেণিকক্ষে ফিরে উচ্ছ্বসিত ঢাবি শিক্ষার্থীরা
দীর্ঘদিন পর ফের শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস। আজ রোববার সকাল থেকে ক্লাস-পরীক্ষায় অংশ নিতে ক্যাম্পাসে আসতে শুরু করেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসের অন্যতম প্রাণকেন্দ্র মধুর ক্যান্টিন, ডাকসু ক্যাফেটেরিয়া, লাইব্রেরি চত্বর, মল চত্বর, হাকিম চত্বর শিক্ষার্থীদের আনাগোনায় সরগরম হয়ে ওঠে। ছাত্র সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে দীর্ঘদিন পর আবার শোনা যায় মিছিলের শব্দ।
এরই মধ্যে আজ সকালে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান কলাভবনে বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করেন।
এ সময় উপাচার্য জানান, তাঁদের পরিকল্পনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে ক্লাস-পরীক্ষা শুরু হয়েছে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের ক্ষতি পুষিয়ে দিতে যথাসাধ্য চেষ্টা করবেন তাঁরা। প্রয়োজনে ছুটির দিন শুক্রবারেও ক্লাস নেওয়া হবে বলে জানান তিনি।
শিক্ষার্থীরা জানিয়েছেন, দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয়ে ফিরতে পেরে তাঁরা উচ্ছ্বসিত। মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস হচ্ছে। তবে দেড় বছর বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ক্ষতি পুষিয়ে উঠতে সবার সহযোগিতা কামনা করেছেন তাঁরা।
নভেল করোনাভাইরাসের সংক্রমণের কারণে দেড় বছর বন্ধ থাকার পর আজ রোববার খোলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এ উপলক্ষ্যে আগেই সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এর আগে গত ৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো শিক্ষার্থীদের জন্য শর্ত সাপেক্ষে খুলে দেওয়া হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব শিক্ষার্থী অন্তত এক ডোজ টিকা নিয়েছেন, তাঁরা স্বাস্থ্যবিধি মেনে ক্লাস কার্যক্রমে অংশ নিতে পারবেন। এক্ষেত্রে তাঁদের টিকা কার্ড দেখাতে হবে।