অতিরিক্ত সচিব পরিচয়দানকারী আব্দুল কাদের কারাগারে
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দায়ের প্রতারণার মামলায় অতিরিক্ত সচিব পরিচয়দানকারী আব্দুল কাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা আজ আসামি আব্দুল কাদেরকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক আসামি আব্দুল কাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত ১৩ অক্টোবর আব্দুল কাদেরকে চার দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন ঢাকার সিএমএম আদালত।
মামলার নথি থেকে জানা গেছে, গত ৮ অক্টোবর আব্দুল কাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর পল্লবী থানার আরেকটি মামলায় তাকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়।
এজাহার থেকে জানা গেছে, গত ৭ অক্টোবর কনস্ট্রাকশনের মালামাল সরবরাহকারী শেখ আলী আকবর প্রতারণার অভিযোগ এনে তিনজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় ২৩ লাখ ৪০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।
মামলায় অন্য আসামিরা হলেন আব্দুল কাদেরের স্ত্রী সততা প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান ছোঁয়া এবং ম্যানেজার শহিদুল ইসলাম।