বরিশালে ৯৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজমানের প্রভাবে বরিশালে মুষলধারে বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিপাতের কারণে নগরীর বেশিরভাগ সড়কেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
আজ মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৯৯ দশমিক তিন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
বরিশাল আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক মো. মাসুদ রানা রুবেল জানান, ‘বরিশালে আজ দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৯৯ দশমিক তিন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। তবে বাতাসের গতিবেগ স্বাভাবিক রয়েছে। সমুদ্র বন্দরে তিন নম্বর ও নদী বন্দরে এক নম্বর সংকেত রয়েছে। বৃষ্টিপাত আরও কিছুদিন থাকতে পারে।’
এদিকে, নগরীর বগুড়া রোড, আগরপুর রোড, সদর রোড, পলাশপুর, কলেজ এভিনিউ, বটতলা, ভাটিখানাসহ বিভিন্ন এলাকার মূল সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বৃষ্টিপাতের কারণে। কাজের উদ্দেশ্যে বের হওয়া মানুষদের ভোগান্তিতে পড়তে হয়। জলাবদ্ধতার শিকার হয়ে ক্ষোভ প্রকাশ করেছে নগরবাসী। ড্রেনগুলো পরিষ্কার রাখার দাবি জানান তারা। টানা বৃষ্টির কারণে রাস্তাঘাটও অনেক ফাঁকা ছিল।