মুন্সীগঞ্জে বিদ্রোহীর প্রচারণায় নৌকার প্রার্থীর হামলা, আহত ২০
মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর প্রচারণা নৌকার প্রার্থীর হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ব্রাহ্মণ্যখোলা এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আওয়ামী লীগের বিদ্রোহী আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলী আকবরসহ ২০ জন আহত হয়।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, আসন্ন তন্তর ইউনিয়ন পরিষদ নির্বাচন আজ প্রচারণায় নামে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও সাবেক ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলী আকবর। দুপুরে ব্রাহ্মণ্যখোলা এলাকায় প্রচারণার সময় তাদের ওপর লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায় নৌকা প্রতীকের প্রার্থী জাকির হোসেনসহ ২০ থেকে ৩০ জন হামলাকারী। এ সময় প্রচারণার কাজে ব্যবহৃত অটোরিকশা ভেঙে ফেলে হামলাকারীরা। এ সময় আহত হয় প্রার্থী আলী আকবর (৫৬), আনারস প্রতীকের সমর্থক ওসমান (৬০), কাজল (৫৭), আলমগীর (৪২), সিফাত (১৯), দেলোয়ার (৩৮), ইমন (৩৫), দিপু (১৮) মাহবুব শেখসহ (৩৫) অন্তত ২০ জন। পরে আহতদের উদ্ধার করে ১৭ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। প্রার্থী আলী আকবরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা।
হামলার শিকার চেয়ারম্যান প্রার্থী আলী আকবর বলেন, ‘ব্রাহ্মণ্যখোলা প্রচারণার সময় নৌকা প্রতীকের প্রার্থী জাকির হোসেনসহ ২০ থেকে ৩০ জন দেশীয় অস্ত্র, হকিস্টিক নিয়ে আমাদের ওপর হামলা করে। আমাদের অনেক মানুষ আহত হয়েছে।’
এ বিষয়ে জানতে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান হামলার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, প্রচারণায় হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি।