এখন আমার জন্মদিন কেউ ভোলে না : রনি
কৌতুক অভিনেতা ও উপস্থাপক আবু হেনা রনির জন্মদিন আজ সোমবার। বিশেষ এই দিন খুব সুন্দরভাবে কাটছে রনির। সকালে বন্ধুরা তাঁকে ঘুম থেকে তুলেই শুভেচ্ছা জানিয়েছে। এতে বেশ খুশি হয়েছেন রনি।
এনটিভি অনলাইনকে রনি বলেন, “আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন আমার বন্ধুরা কেউই আমার জন্মদিনের তারিখ মনে রাখতে পারত না। এ জন্য আমার খুব মন খারাপ হতো। নিজের জন্মদিনে বন্ধুদের ফোন করে করে বলতাম, ‘দোস্ত, আমার জন্মদিন, আমাকে উইশ কর’। কিন্তু এখন এই চিত্র বদলে গেছে। আমার কোনো বন্ধুই এখন আমার জন্মদিন ভুলে যায় না। রাত ১২টার পর থেকেই সবাই আমাকে ফোন করে শুভেচ্ছা জানায়। আর এখন ফেসবুক থাকাতেই তো আরো ভালো হয়েছে। শুভেচ্ছা বেশি বেশি পাওয়া যায়। আমার আগের দুঃখ আর নেই। আর কিছুদিন আগে ফেসবুক বন্ধ ছিল। ভাগিস্য এখন ফেসবুকটা খোলা।”
জন্মদিনে বিশেষ কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাইলে রনি বলেন, ‘বুনো পায়রা নামে আমাদের একটা সংগঠন আছে। এটা মোটামুটি সবাই জানে। আমরা বন্ধুরা মিলে এটা করেছি। সেই সংগঠনের পক্ষ থেকে আজ সন্ধ্যায় রাজধানীর হাতিরঝিলে পথশিশুদের সঙ্গে নিয়ে আমরা কেক কাটব। এ ছাড়া তাদের আনন্দ দেওয়ার জন্য আমরা পারফর্মও করব। আমার সঙ্গে তৌহিদ, পরশ, শাহজাদা শাহেদসহ আরো অনেকে উপস্থিত থাকবে।’
আবু হেনা রনি ২০১০ সালে এনটিভির ‘হা-শো’ অনুষ্ঠানের প্রথম মৌসুমে অংশগ্রহণ করে ষষ্ঠ হয়েছিলেন।