৬৬০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক ইলেক্ট্রনিক্স
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিনিস্টার হাই-টেক পার্ক ইলেক্ট্রনিক্স লিমিটেড। প্রতিষ্ঠানটিতে চারটি ভিন্ন পদে মোট ৬৬০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম
এসেম্বলার বা সহকারী এসেম্বলার, টেকনিশিয়ান(এলইডি), টেকনিশিয়ান (আরএসি), ইন্ডাস্ট্রিয়াল ইলেক্ট্রিশিয়ান।
পদসংখ্যা
এসেম্বলার বা সহকারী এসেম্বলার পদে ৫০০ জন,
টেকনিশিয়ান(এলইডি) ৫০ জন,
টেকনিশিয়ান (আরএসি) পদে মোট ১০০ জন এবং
ইন্ডাস্ট্রিয়াল ইলেক্ট্রিশিয়ান পদে ১০ জন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণি/ এসএসসি / এইচএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। টেকনিশিয়ান(এলইডি) ও টেকনিশিয়ান (আরএসি) পদে চার থেকে আট বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ইন্ডাস্ট্রিয়াল ইলেক্ট্রিশিয়ান পদের জন্য প্রার্থীর পাওয়ার স্টেশনে কাজ করা ও পিএলসি সম্পর্কে ধারণা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন
আলোচনা সাপেক্ষে।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী যোগ্য প্রার্থীদের দুই কপি ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, চেয়ারম্যান সনদ ও আপডেট সিভি সঙ্গে নিয়ে নিম্নে উল্লিখিত ঠিকানায় নির্দিষ্ট তারিখ ও দিনে সাক্ষাৎ করতে পারবেন।
ঠিকানা : মিনিস্টার হাই-টেক পার্ক ইলেক্ট্রনিক্স লিমিটেড, ৩৩৭, নারায়ণপুর(সাইনবোর্ড), কাশীগঞ্জ, ত্রিশাল, ময়মনসিংহ।
মৌখিক পরীক্ষার তারিখ ও সময়
১৬ অক্টোবর-১৫ নভেম্বর, ২০২১, সকাল ১০টা-৪টা প্রতি শনি থেকে সোমবার সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
সূত্র : ঢাকাপোস্ট।