‘রাতের ভোটে আর নির্বাচন হতে দেওয়া যাবে না’
রাতের ভোটে আর নির্বাচন হতে দেওয়া যাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাপার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ দিদারুল কবির দিদার। গতকাল রোববার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৫ নম্বর বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী এ জে এম বেলাল উদ্দিনের কর্মী সমাবেশে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন উপলক্ষে বাড়বকুণ্ড ইউপির জাতীয় পার্টির প্রার্থীর কর্মী সমাবেশ ৮ নম্বর ওয়ার্ডের ভোলাইপাড়া এলাকায় অনুষ্ঠিত হয়।
কর্মী সমাবেশে সীতাকুণ্ড উপজেলার জাতীয় পার্টির সদস্য জসিম উদ্দিন জসিমের সঞ্চালনায় এবং আলহাজ ছালেক আহাম্মদ সওদাগরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও বাড়বকুণ্ডের কৃতীসন্তান আলহাজ দিদারুল কবির দিদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা জাতীয় পার্টির সভাপতি রেজাউল করিম বাহার, সাবেক উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. নুরনবী ভুইয়া, বাড়বকুণ্ড ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হাদি, পৌর জাতীয় পার্টির সভাপতি জহুরুল আলম, শওকত আলীসহ অন্য নেতারা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘দিনের ভোট আর রাতে হতে দেওয়া যাবে না। দিনে ভোট হলে বাড়বকুণ্ডে এবার লাঙ্গল প্রতীক বিপুল ভোটে জয়ী হবে।’
দিদার আরও বলেন, ‘নৌকার প্রার্থীর লোকজন লাঙ্গল প্রতীকের কর্মী-সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। বর্তমান চেয়ারম্যান সাদাকাত উল্লাহ রাতের ভোটে দুই বার চেয়ারম্যান হয়ে জনগণের কোটি কোটি টাকা মেরে খেয়েছেন এবং কোনো উন্নায়নমূলক কাজ তিনি করেননি। তিনি বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে শত শত মামলা দিয়েছেন। তাই আমি বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বলব, আর ঘরে বসে না থেকে দিনে ভোট দিয়ে নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থীর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার জন্য এবং লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে বেলাল উদ্দিনকে জয়যুক্ত করার জন্য।’