বিএম কলেজ অচল করে দেওয়ার হুমকি শিক্ষার্থীদের
বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের আবাসিক হল ফি বৃদ্ধির প্রতিবাদসহ ১১ দফা দাবি আদায়ে কলেজের সব কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাসের জিরোপয়েন্টে আবাসিক হলের কয়েকশ শিক্ষার্থী পথসভা করে।
সরেজমিনে দেখা গেছে, ১১ দফা দাবি আদায়ে এক পথসভা শেষে শহরের নতুন বাজার থেকে নথুল্লাবাদ বাসটার্মিনাল সড়কে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। পরে অধ্যক্ষ বরাবর দাবি সম্বলিত স্মারকলিপি দিয়েছেন। দাবি পূরণ না হলে ক্লাস বা আবাসিক হলে ফিরবে না বলে জানিয়েছে তাঁরা। কলেজ প্রশাসনের ক্ষমতার আওতাধীন দাবি পূরণের জন্য আশ্বাস দিয়েছেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া।
পথসভায় শিক্ষার্থী আবু রায়হান বলেন, ‘করোনাকালীন বন্ধের পর রহস্যজনক কারণে আবাসিক হলের ফি বৃদ্ধি করা হয়েছে। এমনিতেই হলগুলোর সংস্কার দরকার, ঝুঁকি নিয়ে আবাসিক হলে বসবাস করেও যদি অতিরিক্ত অর্থ গুণতে হয় তবে তা অমানবিক। তাই অতিদ্রুত হলগুলোকে বসবাস উপযোগী, বিদ্যুৎলাইন সংস্কার, ডায়নিংয়ের ব্যবস্থা, হলের নিরাপত্তায় প্রাচীর নির্মাণ করতে হবে। তাছাড়া আবাসিক হলের পুকুরগুলো হোস্টেলের নামে পুনরায় বরাদ্দ দিতে হবে। যদি ১১ দফা দাবির বাস্তবায়ন না হয় তবে শিক্ষার্থীরা আবাসিক হলে বা ক্লাসে যাবে না। দাবি আদায় না হলে কলেজের সব কার্যক্রম বন্ধ করে কঠোর আন্দোলন করা হবে। এতে জেল-জুলুম হলেও শিক্ষার্থীরা পিছপা হবে না বলে জানান।
পথসভার পরে বিক্ষোভ মিছিল শেষে কলেজ অধ্যক্ষ বরাবর ১১ দাবি সম্বলিত স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।
স্মারকলিপি গ্রহণের পর অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া শিক্ষার্থীদের জানান, উত্থাপিত দাবি পূরণের সব ক্ষমতা কলেজ প্রশাসনের হাতে নেই। কলেজ প্রশাসনের ক্ষমতার আওতাধীন দাবি পূরণের জন্য শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসা হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিক্ষার্থী আসাদুল হক করীম, ফয়সাল হোসেন, তানজিল, তপু রায়হান, সুমন ডাকুয়া, মো. তাওহিদ, আশিষ প্রমুখ।