মামলায় সালমান খরচ করেছেন ২৫ কোটি রুপি!
দীর্ঘ ১৩ বছর পর ‘হিট অ্যান্ড রান’ মামলা থেকে সম্প্রতি নির্দোষ প্রমাণিত হয়েছেন সালমান খান। বিষয়টি নিয়ে স্বস্তিতে রয়েছেন এ অভিনেতা এবং তাঁর পরিবার। তবে খুব সহজেই যে মামলা থেকে মুক্তি পেয়েছেন সালমান তা কিন্তু নয়। এজন্য অনেক খরচও করতে হয়েছে। এমনটাই জানিয়েছেন, সালমানের বাবা সেলিম খান। তিনি জানালেন, এই মামলার পেছনে সালমানের খরচ হয়েছে ২৫ কোটি রুপি।
এনডিটিভির কাছে দেওয়া সাক্ষাৎকারে সেলিম খান জানান, ছেলে বেকসুর খালাস পাওয়ায় তিনি খুব খুশি। তিনি বলেন, ‘অনেকে বলছে, সালমান এমনিই ছাড়া পেয়েছেন। কিন্তু ওকে, ২০ থেকে ২৫ কোটি রুপি খরচ করতে হয়েছে।’
উল্লেখ্য, ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর মধ্যরাতে মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় সালমানের গাড়ি একটি বেকারিতে ধাক্কা মারে। এতে রাস্তার পাশে ঘুমিয়ে থাকা চার ব্যক্তি আহত হন। পরে হাসপাতালে আহতদের একজন মারা যান। ২০০২ থেকে ২০১৫ পর্যন্ত হিট অ্যান্ড রান কেস চলে। এরপর চলতি বছরের ৬ মে সালমানকে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দেন মুম্বাইয়ের স্থানীয় দায়রা আদালত। পরে সালমানকে জামিনে মুক্তি দেন উচ্চ আদালত। তারপর থেকেই এ মামলা উচ্চ আদালতে বিচারাধীন ছিল। সর্বশেষ গত ১০ ডিসেম্বর হিট অ্যান্ড রান মামলার সব অভিযোগ থেকে সালমানকে মুক্তি দেন উচ্চ আদালত।