দাঁড়িয়ে থাকা অটোরিকশাকে কাভার্ডভ্যানের ধাক্কা, অটোচালক নিহত
গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অটোরিকশাকে সিমেন্টবাহী কাভার্ডভ্যানের ধাক্কায় অটোচালক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় এক পথচারি আহত হন।
নিহত অটোরিকশা চালকের নাম কামরুজ্জামান (৪২)। তিনি গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড গ্রামের মৃত আব্দুল বাতেনের ছেলে।
মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম জানান, আজ সকালের দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর এলাকায় আর এ কে সিরিমিক্স কারখানার বিপরীতে দিকে ঢাকাগামী বসুন্ধরা সিমেন্ট কারখানার একটি কাভার্ডভ্যান ফুটপাতে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে অটোচালক কামরুজ্জামান ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় অজ্ঞাতনামা এক পথচারী আহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। কাভার্ডভ্যানটি জব্দ করা গেলেও চালক পালিয়ে যান।