পিকনিকের বাসের সঙ্গে সংঘর্ষে বাইক চালক নিহত
পটুয়াখালীর বদরপুর বাসস্ট্যান্ড এলাকায় পিকনিক পার্টির বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে শামিম বিশ্বাস নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আগুনে পুড়ে যায় মোটরসাইকেলটিও। আজ শুক্রবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামিম বিশ্বাস (৪১) ইটবাড়িয়া ইউনিয়নের কাছিছিড়া গ্রামের সোহরাব বিশ্বাসের ছেলে এবং পটুয়াখালী নিউ মার্কেটে ব্যবসা করতেন।
এলাকাবাসী ও পটুয়াখালী সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় নিহত শামিম বিশ্বাস মোটরসাইকেলে গ্রামের বাড়ি থেকে পটুয়াখালী আসছিলেন। বদরপুর বাসস্ট্যান্ড মোড়ে মহাসড়কে ওঠার সময় বরিশাল থেকে কুয়াকাটার দিকে যাওয়া একটি পিকনিক পার্টির বাসের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে শামিম ছিটকে রাস্তায় পড়ে মাথায়সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। এ সময় মোটরসাইকেলটি অনেক দূর ছেঁচড়ে যাওয়ায় আগুন লেগে পুড়ে যায়।
স্থানীয় লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বিকেল ৫টায় সেখানে তার মৃত্যু হয়। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, বগুড়া থেকে কুয়াকাটায় পিকনিক করার উদ্দেশে এস আই ট্রাভেলস পরিবহনের বাসটি রিজার্ভ করে নিয়ে যাচ্ছিল। ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছেন। বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবার অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।