তৈলাক্ত ত্বক? এই মিশ্রণটি ব্যবহার করুন
যাঁদের তৈলাক্ত ত্বক, তাঁরা বিভিন্ন সমস্যায় ভোগেন। বিশেষ করে ব্রণ দেখা দেয় ত্বকে। আজ আমরা তৈলাক্ত ত্বকের জন্য ডিমের প্যাক ব্যবহারের উপকারিতা সম্পর্কে জানব।
লেবুর রস ত্বকের জন্য খুবই উপকারী। বিশেষ করে তৈলাক্ত ত্বকের জন্য। লেবুর রসে রয়েছে অ্যাসট্রিনজেন্ট উপাদান, যা ত্বকে থাকা অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ সহায়তা করে।
ডিমে থাকা পুষ্টি উপাদান ত্বকের যত্নে বিশেষ অবদান রাখে। ভারতের জীবনধারা ও স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের এক প্রতিবেদনে কিছু পরামর্শ দেওয়া হয়েছে, যা তৈলাক্ত ত্বকের জন্য উপকারী। চলুন, দেখে নেওয়া যাক—
উপাদান
১. একটি ডিমের কুসুম
২. তরতাজা লেবুর কয়েক ফোঁটা রস
ব্যবহারের পদ্ধতি
১. ডিম ভেঙে কুসুম আলাদা করে একটি বাটিতে রাখুন।
২. এর সঙ্গে লেবুর রস ভালোভাবে মেশান।
৩. এবার মিশ্রণটি মুখে লাগান।
৪. ১৫ মিনিট মুখে রাখুন এবং শুকাতে দিন।
৫. এবার কুসুম কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
৬. এবার মুখে ময়েশ্চারাইজার লাগান।
৭. ভালো ফলের জন্য সপ্তাহে এই মিশ্রণ একবার মুখে লাগান।