আমাদের লাগাম ধরতে হবে, বার্সায় পা রেখে জাভি
বার্সেলোনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন সাবেক স্প্যানিশ তারকা জাভি হার্নান্দেস। নিজের বেড়ে ওঠা থেকে শুরু করে বার্সেলোনায় লম্বা সময় কাটিয়েছেন তিনি। এবার সেই পুরোনো ঘরেই কোচ হয়ে ফিরেছেন জাভি। রোনাল্ড কোম্যানকে বরখাস্ত করে জাভিকে নিয়োগ দিয়েছে কাতালান ক্লাবটি।
গত শনিবার নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বার্সেলোনা। তবে ওইদিন ঘোষণা দিলেও স্প্যানিশ তারকার সঙ্গে গতকাল সোমবার আনুষ্ঠানিক চুক্তি সেরেছে বার্সা। ২০২৪ সাল পর্যন্ত জাভির সঙ্গে চুক্তি করেছে কাতালানরা।
প্রিয় ক্লাবে প্রথম দিন পা রেখেই পরিবর্তনের আশ্বাস দিলেন জাভি। ক্লাবটির সুদিন ফিরিয়ে আনতে লাগাম ধরার জন্য প্রস্তুতির কথা বললেন সাবেক এই তারকা ফুটবলার।
ন্যু –ক্যাম্পে হাজার হাজার ভক্তের সামনে জাভিকে স্বাগত জানায় বার্সেলোনা। এরপর ভক্তদের সামনে চুক্তি সারেন নতুন কোচ। ইএসপিএনের প্রতিবেদন অনুসারে চুক্তি শেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে জাভি বলেন, ‘আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি আবেগপ্রবণ হতে চাই না কিন্তু শিহরণ অনুভব করছি। এটি বিশ্বের সবচেয়ে বড় ক্লাব এবং আপনাদের প্রত্যাশা পূরণের জন্য আমি কঠোর পরিশ্রম করব। বার্সেলোনা ড্র বা পরাজয় মেনে নিতে পারে না। আমাদের সব ম্যাচেই জিততে হবে।’
ফুটবলে বড় দুঃসময় পার করছে বার্সা। এই সময়ের মোকাবিলা করতে প্রস্তুত স্প্যানিশ কোচ। তিনি বলেন, ‘আমি প্রস্তুত হয়েই এসেছি। আমার ডিএনএ পরিবর্তন হয়নি। আমাদের লাগাম ধরতে হবে। আমাদের বল দখলে রাখতে হবে, সুযোগ তৈরি করতে হবে, নিজেদের উজাড় করে দিতে হবে। হারিয়ে যাওয়া অনেক কিছুই উদ্ধার করতে হবে আমাদের।’
লিওনেল মেসি বার্সা ছাড়ার পর থেকে চরম খারাপ সময় পার করছে বার্সা। টানা পরাজয়ে ডুবে থাকা বার্সা শেষ পর্যন্ত কোচ রোনাল্ড কোম্যানকে বিদায় করেন। গত ২৭ অক্টোবর রোনাল্ড কোম্যানকে বরখাস্ত করা হয়। এরপরেই আলোচনায় ছিলেন জাভি। এবার সত্যি সত্যি পুরো ক্লাবে কোচ হয়ে ফিরলেন সাবেক এই তারকা ফুটবলার।