ভৈরবে গৃহবধূর হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় গৃহবধূ শারমিন হত্যায় অভিযুক্তদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেয় নিহত শারমিনের বাবার বাড়ির পক্ষের শত শত নারী-পুরুষ। মানববন্ধনে অংশ নেওয়া শারমিনের মা-বাবা বারবার মূর্ছা যাচ্ছিলেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বক্তারা বলেন, শারমিনকে শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমরা হত্যাকারীদের ফাঁসি চাই।
শারমিনের বাবা গোলাপ মিয়া ও কুলসুম বেগম দাবি করেন, যৌতুকের জন্য তাদের মেয়েকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে শ্বশুরবাড়ির লোকজন। তাঁরা তাদের মেয়ে হত্যার বিচার দাবি করেন।
নিহত গৃহবধূ শারমিনের পারিবারিক সূত্রে জানা যায়, গত নয় মাস আগে নরসিংদীর বেলাব উপজেলার সররাবাদ গ্রামের প্রবাসী নাদিম মিয়ার সঙ্গে বিয়ে হয় শারমিনের। বিয়ের দুই মাস পর নাদিম বিদেশে চলে যান। এরপর থেকে শ্বশুর-শাশুড়ি যৌতুকের টাকার জন্য শরমিনকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে।
গত ৬ নভেম্বর শ্বশুরবাড়ির গোয়ালঘরে শারমিনের মরদেহ পড়ে থাকে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। শ্বশুরবাড়ির লোকজনের দাবি, শারমিন গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন।
এ ঘটনায় শারমিনের বাবা গোলাপ মিয়া বাদী হয়ে পরদিন (৭ নভেম্বর) বেলাব থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় শ্বশুর ফিরোজ মিয়া, শাশুড়ি সাহারা বেগমসহ ইলিয়াছ ও চাঁদনী বেগম নামে চারজনকে অভিযুক্ত করা হয়।