পাকিস্তান দলে নতুন চারজন
আগামীকাল শুক্রবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের পাকিস্তান দলে কিছু পরিবর্তন এসেছে। আজ বুধবার ১২ জনের দল ঘোষণা করেছে পাকিস্তান। এই দলে থাকছেন না আসিফ আলী ও ইমাদ ওয়াসিম। হায়দার আলী, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ ও ওয়াসিম জুনিয়রকে দলে নেওয়া হয়েছে।
সিরিজকে সামনে রেখে এক সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেন, ‘আমরা বেঞ্চের শক্তিমত্তা দেখতে চাই। এ কারণেই বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচের দলে চারটি পরিবর্তন এনেছি।’
কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। পরের দুটি ম্যাচ ২০ ও ২২ নভেম্বর একই ভেন্যুতে।
পাকিস্তান দল : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন শাহ আফ্রিদি ও শোয়েব মালিক।