বিশ্বকাপের পরিকল্পনা বাংলাদেশেও কাজে লাগাতে চায় পাকিস্তান
সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ছন্দে ছিল পাকিস্তান। ফাইনালে উঠতে না পারলেও টুর্নামেন্টের অন্যতম সফল একটি দল তারা। বিশ্বকাপের পর এবার বাংলাদেশের মাটিতে একই ফরম্যাটেই লড়বে পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের কন্ডিশনে কিছুটা সাদৃশ্য থাকায় বিশ্বকাপের পরিকল্পনায় এখানেও খেলতে চায় বাবর আজমের দল।
মূলত বিশ্বকাপের প্রতিটি ম্যাচে প্রথম দিকে উইকেট ধরে রেখেছে পাকিস্তান। জোর দিয়েছে ওপেনিং জুটি বড় করার। তাতে শুরুর দিকে রান কম আসলেও উইকেট ধরে রেখে খেলেছে তারা। রানের গতি বাড়িয়েছে শেষ কয়েক ওভারে।
মিরপুর শেরেবাংলার উইকেটও মন্থর ভেবে নিয়ে একই পথে হাঁটবে পাকিস্তান। অধিনায়ক বাবর তো তেমনটাই জানিয়ে রাখলেন।
উইকেটে রান আসবে না মনে করে পাকিস্তান অধিয়ানক বাবর বলেন, ‘উইকেট এখনও দেখতে পারিনি। তাই বলতে পারছি না। যে কোনো কিছুই হতে পারে। আগের মতো উইকেট হোক বা ভিন্ন… ঢাকায় যত ম্যাচ খেলেছি, কিছুটা ধীরগতির থাকে উইকেট। স্পিনারদের সহায়তা থাকে। তবে বিপিএলে খেলেছি সেই ৪-৫ বছর আগে (২০১৭ সালে)। মাঠে গিয়ে উইকেট দেখে পরিকল্পনা করব যে কীভাবে খেলব।’
এরপর নিজেদের পরিকল্পনা নিয়ে বাবর বলেন, ‘(পরিকল্পনা) সংযুক্ত আরব আমিরাতের মতোই থাকবে। অনুশীলন করে যতটা বুঝেছি, আমিরাতের মতো রান এখানে হবে না। এখানে হাতে উইকেট রাখতে হবে। তাহলে কাজ সহজ হবে পরে। বিশ্বকাপেও যেমন আমরা উইকেট হাতে রেখে পরে শেষ ৭-৮ ওভারে যতটা সম্ভব বেশি রান করতে চেয়েছি, এই পরিকল্পনাই থাকবে এখানে।’