খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সঙ্গে রাজনীতি মেলাবেন না
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আরও কর্মসূচি চান নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। এ সময় সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অবিলম্বে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন। তাঁর জীবন রক্ষা করুন। এর সঙ্গে রাজনীতি নিয়ে আসবেন না।’
আজ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে গণঅনশন কর্মসূচিতে এ আহ্বান জানান তিনি।
এ সময় মাহমুদুর রহমান মান্না বলেন, ‘খালেদা জিয়ার মুক্তি ও তাঁর উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বিএনপির যে কোনো কর্মসূচিতে আমার সমর্থন থাকবে। আজকের অনশন থেকে আমি আগামী কর্মসূচির জন্যেও সংহতি প্রকাশ করছি।’
নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, ‘আজকের কর্মসূচিই শেষ নয়, খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবি মানাতে আরও কর্মসূচি দিতে হবে। আমরা যে কোনো জায়গায় ঝুঁকি নেব। আমরা বিএনপির আন্দোলনের প্রতিটি পদক্ষেপে আপনাদের সঙ্গে থাকব।’
২০২০ সালের ২৫ মার্চ করোনা পরিস্থিতির জন্য শর্তসাপেক্ষে খালেদা জিয়ার মুক্তির পর মাঠে বিএনপির এটিই প্রথম কর্মসূচি। ওই সময় সরকার খালেদা জিয়ার সাজা ছয় মাসের জন্য স্থগিত করে। এরপর আরও তিন দফায় তাঁর সাজা স্থগিতের মেয়াদ বাড়ায় সরকার। কিন্তু খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে কয়েকবার আবেদন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এ অবস্থায় গত বৃহস্পতিবার দলের পক্ষ থেকে দলীয় চেয়ারপারসনকে বিদেশে নিয়ে সুচিকিৎসার দাবিতে গণঅনশনের ঘোষণা দেয় বিএনপি।