খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার অনুমতি চেয়ে প্রধানমন্ত্রী বরাবর ২০ দলের চিঠি
গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেওয়ার অনুমতি চেয়ে প্রধানমন্ত্রী বরাবর লেখা চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে জমা দিয়েছেন ২০ দলীয় জোটের নেতারা।
আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে জোটের একটি প্রতিনিধিদল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে এ চিঠি দেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম সাংবাদিকদের বলেন, ‘আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার আবেদন জানিয়ে একটি চিঠি প্রধানমন্ত্রীর কাছে দিয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের আবেদন আন্তরিকভাবে গ্রহণ করেছেন। তিনি এটি প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দিবেন বলে জানিয়েছেন।’
২০ দলীয় জোটের এই নেতা বলেন, ‘আমরা আশা করছি প্রধানমন্ত্রী বিষয়টি মানবিকভাবে দেখবেন। খালেদা জিয়া একজন সাবেক প্রধানমন্ত্রী। তিনি একটি বৃহত্তর রাজনৈতিক দলের চেয়ারপারসন। দেশের জন্য তাঁর অনেক অবদান রয়েছে। তিনি আজ জীবনমৃত্যুর সন্ধিক্ষণে। চিকিৎসকেরা জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত বিদেশে নিতে হবে।’
সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম আরও বলেন, ‘অতীতের রাজনৈতিক মান-অভিমান ও তিক্ততা ভুলে গিয়ে সরকার খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত বিদেশে নেওয়ার অনুমতি দেবেন।’
২০ দলীয় জোটের প্রতিনিধিদলে আরও ছিলেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কারি এমএ তাহের, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি শাহাদাত হোসেন সেলিম এবং বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা।