ঠিকানা পরিবহনের চালকসহ দুইজন কারাগারে
রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের এক ছাত্রীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগের মামলায় ঠিকানা পরিবহণের বাসচালক মো. রুবেল ও তার সহকারী মো. মেহেদী হাসানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তার এই আদেশ দেন।
এর আগে আজ মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) কৃষ্ণপদ মজুমদার দুই আসামিকে এক দিনের রিমান্ড শেষে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা মো. তারিকুল ইসলাম এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২২ নভেম্বর দুই আসামির একদিন করে রিমান্ড দেন আদালত।
মামলার নথি থেকে জানা গেছে, গত ২০ নভেম্বর সকালে ভুক্তভোগী ছাত্রী রাজধানীর শনিরআখড়া থেকে ঠিকানা পরিবহণের একটি বাসে উঠে বদরুন্নেসা কলেজের উদ্দেশে রওনা হয়। সে সময় তার সঙ্গে ভাড়া নিয়ে বাসচালকের সহকারীর বাকবিতণ্ডা হয়। বাস থেকে নামার সময় তাকে একা পেলে দেখে নেবে এবং খারাপ কাজ (ধর্ষণ) করার হুমকি দেন। একপর্যায়ে তিনি ছাত্রীর ওড়না ধরে টান দেন এবং খারাপ কাজ করার কথা বলেন। কলেজে এসে ওই ছাত্রী ঘটনাটি তার অধ্যক্ষ ও সহপাঠীদের জানায়। পরে এ ঘটনার বিচার চেয়ে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে। পরে ছাত্রীর বাবা রাজধানীর চকবাজার থানায় মামলা করেন।