অসুস্থতার কারণে কেউ মারা গেলে দায় সরকারের নয় : ওবায়দুল কাদের
সরকার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গলা টিপে মারছে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বয়সের কারণে, অসুস্থতার কারণে, অসুস্থ হয়ে মারা গেলে সরকারের উপরে দোষ চাপাতে পারবেন না।
আজ বৃহস্পতিবার রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশনে এ কথা বলেন ওবায়দুল কাদের।
সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দেখুন, খালেদ জিয়ার যে ইস্যুটা, আইনের বাইরেও এক্সিকিউটিভ অথারিটিতে প্রধানমন্ত্রী যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন এর কোনো তুলনা হয় না। এখন তিনি (খালেদা জিয়া) বাসায় আছেন, এটা বিএনপির আন্দোলনের ফসল নয়। বিএনপি বেগম জিয়ার স্বাস্থ্য, শরীর নিয়ে যতটা না তাঁর চিকিৎসার ব্যাপারটা নিয়ে কথা বলছেন, তার চেয়ে বেশি তারা বিষয়টি নিয়ে রাজনীতি করছেন। এই ইস্যুটাকে রাজনৈতিক ইস্যু বানানোর চেষ্টা করে যাচ্ছেন। এই ব্যাপারে কথা বলা যাদের দায়িত্ব, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তাঁরা ইতোমধ্যে বক্তব্য দিয়েছেন। সরকারে যারা দায়িত্বে আছেন, একেকজন একেক রকম বক্তব্য দেব না। সরকারের নিয়ম অনুযায়ী যাদের যে বিষয়ে কথা বলা দরকার, তারা সে বিষয়ে কথা বলবে। যেমন ভাড়ার বিষয় এটা আমার বিষয়, এটা নিয়ে আমাকে বলতে হবে।
এ সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সরকার গলা টিপে মারছে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এখানে বিষয়টা আইনগত এবং মানবিক বিষয়টাও আছে। যেটা প্রধানমন্ত্রী মানবিক দিকটা বিবেচনা করছেন বলে তিনি বাসায় থাকতে পেরেছেন এবং তার সাজা স্থগিত করা হয়েছে। বাকিটা আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী যা বলছেন আমি সরকারের মন্ত্রী হিসেবে সমর্থন না করতে পারি না। কাজেই এই বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। তাদের বক্তব্যকেই সমর্থন করি।’
‘আর বিএনপি বলছে কিছু হলেই সরকারের দায় নিতে হবে। এটা এখন আমি নিজেও মৃত্যুর কাছাকাছি ছিলাম, একদম মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছি। একজন মানুষের মৃত্যু হবে আমরা বিশ্বাস করি, আমাদের যাদের ধর্ম বিশ্বাস আছে, মানুষের হায়াত-মওত আল্লাহর হাতে। চিকিৎসা চলছে। আইনমন্ত্রী বলেছেন বিদেশ থেকে আরও ভালো চিকিৎসক আপনারা নিয়ে আসেন, সেই ব্যবস্থা সরকার দেবে। কিন্তু একজন মানুষ মরে গেলে, সরকার তো তাকে গলা টিপে মারছে না, তার দায় সরকারের উপর তুলে দিবেন, এটা তো ঠিক না। আমাদের বয়স হয়েছে, বেঁচে থাকার তো একটা সময় সীমা আছে, জন্মের সঙ্গে মৃত্যু জড়িত। এটা আল্লাহ রাজি হলে বা কোনো কারণে, মানুষের অসুস্থতার কারণে, অসুস্থত হয়ে মারা গেলে সরকারের উপরে আপনি কথায় কথায় দোষ চাপাতে পারবেন না।’ বলেন ওবায়দুল কাদের।