করোনায় আরও তিনজনের মৃত্যু, শনাক্ত ২০৫
দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৯৭৮ জনে দাঁড়িয়েছে। দেশে নতুন করে ২০৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৭৫ হাজার ৭৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২৯৯ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৪০ হাজার ৩১৭ জন করোনা থেকে সুস্থ হলো।
আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৪৩টি ল্যাবে ১৯ হাজার ৮১১টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ১৯ হাজার ৫২৫টি। করোনা শনাক্তের হার এক দশমিক ০৩ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৪ দশমিক ৫২ শতাংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ দুজন ও নারী একজন। এ নিয়ে নারী মারা গেছেন ১০ হাজার ৯০৩ জন আর পুরুষ মারা গেছেন ১৭ হাজার ৯০৩ জন।
করোনায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন। দুজন ঢাকা বিভাগে এবং একজন চট্টগ্রামে মারা গেছেন। এ ছাড়া সরকারি হাসপাতালে তিনজনই মারা গেছে।
দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। সেদিন পর্যন্ত মোট শনাক্ত ছিল এক লাখ দুই হাজার ২৯২ জন। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।