দায়িত্ব নিয়ে নগরভবন দুর্নীতিমুক্ত রাখার প্রতিশ্রুতি কিরণের
গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মেয়র প্যানেলে জ্যেষ্ঠতায় এগিয়ে থাকা আসাদুর রহমান কিরণ। আজ রোববার দুপুরে তিনি নগর ভবনে আনুষ্ঠানিকভাবে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন।
নতুন ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বলেন, বর্তমান প্রেক্ষাপট অনেক বড় একটি চ্যালেঞ্জ। নগরবাসীর প্রত্যাশা পূরণ। এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমি আপনাদের সহযোগিতা চাই। আমাদের ভয়ের কিছু নেই। সাধারণ মানুষের চাওয়া-পাওয়ার ভিত্তিতে আমরা কাজ করতে চেষ্টা করব। উন্নয়ন যাতে ব্যাহত না হয় সেজন্য দিনরাত পরিশ্রম করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা আমরা অব্যাহত রাখব। প্রত্যেকটা মানুষের কাছে আমরা উন্নয়নের ধারাকে পৌঁছে দিব। এ ছাড়া বিগত দিনে নগরীর উন্নয়নে রাস্তা-ড্রেনসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করতে গিয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং যারা এখনও কোনো ক্ষতিপূরণ পাননি তাদের ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা করা হবে। এর আগে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হবে এবং তাদের ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে। এ সময় তিনি সিটি করপোরেশনকে সব অনিয়ম-দুর্নীতি মুক্ত রাখার প্রতিশ্রুতি দেন। এজন্য তিনি সিটির সংশ্লিষ্ট সব কর্মকর্তা, কাউন্সিলর ও নাগরিকদের সহযোগিতা চেয়েছেন।
কিরণ আরও বলেন, অসমাপ্ত সব কাজ নির্ধারিত মেয়াদেই সম্পন্ন করা হবে এবং নাগরিকদের সব সেবা নিশ্চিত করা হবে।
মেয়রের দায়িত্বভার হস্তান্তর-গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন মেয়র প্যানেলের মো. আব্দুল আলিম মোল্লা ও অ্যাডভোকেট আয়েশা আক্তার, গাজীপুর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আতাউল্লাহ মণ্ডল, সহসভাপতি অ্যাডভোকেট মো. ওয়াজউদ্দিন মিয়া ও আফজাল হোসেন সরকার রিপন, যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহি ও কাজী ইলিয়াস, মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মণ্ডল, শাহজাহান মিয়া সাজু, জাবেদ আলী জবে ও নুরুল ইসলাম নুরু, টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠান শুরু আগে সম্মেলন কক্ষে টাঙানো সদ্য বরখাস্তকৃত মেয়র জাহাঙ্গীর আলমের ছবি নামিয়ে ফেলে বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
এর আগে বেলা পৌনে ১২টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ নগর ভবনে পৌঁছালে ফুলের তোড়া দিয়ে তাকে স্বাগত জানান ওয়ার্ড কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী ও দলের নেতাকর্মীরা।
গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে আসাদুর রহমান কিরণের এটি দ্বিতীয় বার দায়িত্ব গ্রহণ। এর আগেও ২০১৩ সালে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনে প্রথম নির্বাচিত মেয়র বিএনপিনেতা ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক এম এ মান্নান ২০১৫ সালে সাময়িক বরখাস্ত হলে তিনি ভারপ্রাপ্ত মেয়র হিসেবে ২৭ মাস ১৩ দিন দায়িত্ব পালন করেন।
প্রসঙ্গত, সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের বীর শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় এবং নানা অনিয়মের অভিযোগে গত ২৫ নভেম্বর মেয়র পদ থেকে মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত এবং আইন অনুযায়ী নারীসহ তিন কাউন্সিলরের সমন্বয়ে মেয়রের তিন সদস্যের একটি প্যানেল গঠন করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। যে তিনজন কাউন্সিলর মেয়র প্যানেলে মনোনয়ন পান তারা হলেন গাজীপুর সিটি করপোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাদুর রহমান কিরণ, ৫২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আব্দুল আলীম মোল্লা এবং ১০ নম্বর সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলর অ্যাডভোকেট মোসা. আয়েশা আক্তার। ওই প্যানেল থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে এগিয়ে থাকা আসাদুর রহমান কিরণ আজ রোববার গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
গত ১৯ নভেম্বর আওয়ামী লীগের কার্যানর্বাহী সভায় গাজীপুর সিটির মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়। সেই সঙ্গে তার প্রাথমিক সদস্য পদও বাতিল করা হয়।