মোটর শ্রমিকদের মান বাড়ানোর তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর
মোটর শ্রমিকদের প্রশিক্ষণের মাধ্যমে পেশাগত মান বাড়ানোর তাগিদ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ শুক্রবার সকালে রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি মিলনায়তনে মোটর ওয়ার্কশপ মালিক সমিতির বার্ষিক সভায় তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, মোটর শ্রমিকদের হাতে-কলমে কাজ শেখার পাশাপাশি দেশে-বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। যানবাহনশিল্পে ডিজিটাল প্রযুক্তির ব্যাপক প্রভাব রয়েছে আর সেই প্রযুক্তি দেশের যানবাহনে ব্যবহারের তাগিদ দেন মন্ত্রী।
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদসহ মোটর ওয়ার্কশপ মালিক ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।