টুইটারের প্রধান নির্বাহীর পদ ছাড়লেন সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডোরসে
প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়ালেন মাইক্রোব্লগিং সাইট টুইটারের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডোরসে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। টুইটার জানিয়েছে, বর্তমান প্রধান কারিগরি কর্মকর্তা ভারতীয় মার্কিনি পরাগ আগারওয়াল জ্যাক ডোরসে’র স্থলাভিষিক্ত হবেন।
২০০৬ সালে প্রতিষ্ঠা হওয়া টুইটারের পাশাপাশি অনলাইনে অর্থ লেনদেন প্ল্যাটফর্ম স্কয়ার চালাতেন জ্যাক ডোরসে। দুটি ব্যবসাতেই ব্যাপক সফলতা পেয়েছেন তিনি। দুটোতেই প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করে আসছিলেন ৪৫ বছর বয়সী মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা।
এক বিবৃতিতে ডোরসে বলেন, ‘ছেড়ে দেওয়ার এটাই চূড়ান্ত সময়। কোম্পানি সামনের দিকে অগ্রসর হতে প্রস্তুত।’
পরাগ আগারওয়ালের বিষয়ে ডোরসে বলেন, ‘তাঁর ওপর আমার গভীর আস্থা রয়েছে। তাঁর দক্ষতা, মনোবল ও দৃঢ়চিত্তের বিষয়ে অত্যন্ত সন্তুষ্ট।’ পরাগ আগারওয়াল ২০১১ সালে টুইটারে যোগ দেন এবং ২০১৭ সাল থেকে তিনি প্রতিষ্ঠানটির প্রযুক্তি বিভাগের প্রধানের দায়িত্ব পালন করে আসছেন।
কর্পোরেট আচার রীতিনীতির একেবারে বাইরে গিয়ে লম্বা দাঁড়ি, নোজ-রিং পরা ভিন্ন ধাঁচের ফ্যাশনে চলাফেরা করেন ডোরসে। দিনে একবেলা আহার এবং নিয়মিত ইয়োগা করেন তিনি।
রোববার টুইটে জ্যাক ডোরসে লেখেন, ‘আই লাভ টুইটার।’ এরপর ডোরসে তাঁর পদত্যাগপত্রটির একটি স্ক্রিনশট যুক্ত করে আরেকটি টুইট করেন। সেখানে তিনি লেখেন, ‘কেউ শুনেছেন কিনা নিশ্চিত নই, আমি টুইটারের প্রধান নির্বাহীর পদ থেকে ইস্তফা নিয়েছি।’
২০০৬ সালে বিজ স্টোন, ইভান উইলিয়ামস ও নোয়াহ গ্লাসের সঙ্গে টুইটার প্রতিষ্ঠা করেন জ্যাক ডোরসে। টুইটার পরিচালনাকারী অন্যদের চেয়ে ডোরসেকেই বেশি পরিচিত হতে দেখা যায়।