অ্যাশেজের প্রথম টেস্টের একাদশ জানাল অস্ট্রেলিয়া
আগামী ৮ ডিসেম্বর ব্রিজবেন টেস্ট দিয়ে মাঠে গড়াবে অ্যাশেজ। মূল লড়াইয়ের তিন দিন আগেই একাদশ জানিয়ে দিল অস্ট্রেলিয়া। নতুন অধিনায়ক প্যাট কামিন্সের নেতৃত্বে আগামী বুধবার থেকে ইংল্যান্ডের বিপক্ষে সাদা-পোশাকের লড়াইয়ে নামবে অস্ট্রেলিয়া।
উইকেটকিপার হিসেবে আগেই জায়গা পাকা করে রেখেছিলেন অ্যালেক্স ক্যারি। অস্ট্রেলিয়ার ৪৬১তম টেস্ট ক্রিকেটার এবং ৩৪তম কিপার হতে যাচ্ছে ক্যারি। অস্ট্রেলিয়ার হয়ে সীমিত ওভারের ফরম্যাটে ৪৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন ক্যারি। এবার টেস্ট ক্রিকেটে সুযোগ পেতে যাচ্ছেন তিনি।
ক্যারি সুযোগ পাওয়ার ফলে অসিদের মিডল অর্ডারের ব্যাটিং পজিশন কেমন হবে সেটা নিয়ে আগ্রহ জন্মায়। একাদশ ঘোষণার পর অবশেষে জানা গেল, মিডল অর্ডারের ব্যাটিং লাইনআপ। মিডল অর্ডারে উসমান খাজাকে সরিয়ে জায়গা পেয়ে গেলেন ট্রাভিস হেড।
পেস বিভাগে জায়গা ধরে রেখেছেন মিচেল স্টার্ক। তাঁর সঙ্গে এ বিভাগে আছেন প্যাট কামিন্স ও হেইজেলউড। সেইসঙ্গে আছেন অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। একমাত্র স্পিনার হিসেবে আছেন ন্যাথান লায়ন।
প্রথম টেস্টের অস্ট্রেলিয়া একাদশ
মার্কাস হ্যারিস, ডেভিড ওয়ার্নার, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, ন্যাথান লায়ন, জশ হেইজেলউড।