দগ্ধ দুই শিশুসহ মা হাসপাতালে, চলে গেলেন বাবা
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি বাসায় গ্যাসলাইন লিকেজ থেকে অগ্নিকাণ্ডে একই পরিবারের দগ্ধ চারজনের মধ্যে একজন মারা গেছেন। নিহত ব্যক্তি ওই পরিবারের কর্তা, তাঁর নাম মো. সোলায়মান হোসেন (৪৪)।
গতকাল সোমবার রাত ১০টার দিকে সোলায়মান হোসেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এনটিভি অনলাইনকে আজ মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।
এর আগে সোমবার ভোরে উপজেলার কুমারপাড়া গ্রামের একটি বাসায় গ্যাসের পাইপলাইন লিকেজ থেকে এই অগ্নিকাণ্ড ঘটে। এতে সোলায়মান (৪৪), তাঁর স্ত্রী রিমা আক্তার (৩০), দুই শিশুসন্তান মুশফিকুর রহমান মাহিদ (১৩) ও মাহমুদুল হাসান আরশ (৫) দগ্ধ হন।
বার্ন ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়, সোলায়মানের শরীরের ৯৫ শতাংশ, রিমার ১৫ শতাংশ, মাহিদের ১৬ শতাংশ ও আরশের পাঁচ শতাংশ দগ্ধ হয়েছে।
দগ্ধ রিমা আক্তারের বরাত দিয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া এনটিভি অনলাইনকে বলেন, ভোরে তাঁর স্বামী সোলায়মান হোসেনের ব্যবসার কাজে বাইরে যাওয়ার কথা ছিল। ঘুম থেকে উঠে রিমা রান্না ঘরে পানি গরম করতে যান। দিয়াশলাই দিয়ে আগুন ধরাতেই বিকট শব্দে ঘরে আগুন লেগে যায়।