মিস করি এনটিভির নিউজরুম
এনটিভি—ভীষণ ভালোবাসা ও আবেগের এক নাম। এনটিভি আমার কাছে এক নতুন জীবনের নাম। দৈনিক পত্রিকা ছেড়ে টেলিভিশনে ক্যারিয়ার গড়ার সুযোগ করে দিয়েছিল এই এনটিভি।
দুই দশকের কাছাকাছি সময়ে এখন টেলিভিশনটি। গত ৩ জুলাই ১৯ বছরে পদার্পণ করে চ্যানেলটি। মনে পড়ে অনেক কিছুই। লিখিত পরীক্ষা, ভাইবা, ক্যামেরা অডিশন—সব প্রক্রিয়ার মধ্য দিয়ে কাজের সুযোগ পেয়েছিলাম এনটিভিতে। তারপর শামসুদ্দিন হায়দার ডালিম ভাইয়ের প্রশিক্ষণ ক্লাস-প্র্যাকটিস-ড্রাইরান-অনএয়ার। হাসনাইন খুরশেদ শুচি ভাইয়ের নেতৃত্বে অসাধারণ এক টিমের সঙ্গে কাজ করেছি। প্রতিটি মুহূর্ত শিখেছি।
একুশে টেলিভিশনের চেনা মুখ মোস্তফা ফিরোজ, সুপন রায়, আমিনুর রশীদ, শামসুদ্দিন হায়দার ডালিম, সামিয়া রহমান, টিনা সালেম মনজুরসহ অনেকে ছিলেন সেই টিমে। টেলিভিশনে যেটুকু কাজ শিখেছি, তার গোড়াপত্তন এই এনটিভিতে—এই মানুষগুলোর হাত ধরেই।
শুরুর দিকে মনে হতো, আমি বোধহয় টেলিভিশনে ভালো কিছু করতে পারব না; কারণ, চারপাশে সবাই অনেক মেধাবী। তাঁদের সঙ্গে তাল মিলিয়ে কীভাবে কী করব! অনেক কিছুই পারতাম না। কিন্তু হেরে যাব? আবার পত্রিকায় ব্যাক করব? সংকল্প করলাম—পারতেই হবে, টিকে থাকতে হবে। সাহস জোগালেন শুচি ভাই। আমার টেলিভিশন ক্যারিয়ারের অন্যতম মেন্টর। অনেক শিখিয়েছেন, বুঝিয়েছেন—এগিয়ে দিয়েছেন। আমাদের প্রধান বার্তা সম্পাদক মরহুম রশিদ উন নবী বাবু ভাই, খায়রুল আনোয়ার মুকুল ভাই, নাজমুল আশরাফ ভাই ছিলেন সেই প্রথম নিউজরুমটি পরিচালনার দায়িত্বে। বড় ভাই, বন্ধুর মতো সবাইকে কাজ শিখিয়েছেন, ভালোবাসা দিয়েছেন।
কাজী তাপস, নঈম তারিক, কাউসার আহমেদ, শাহাব উদ্দিন, বন্ধু শিহাব সুমন, দর্পণ, ইশতিয়াক, সোহেল, পলাশ, মুন—দুর্দান্ত এক প্রোডাকশন টিমের সঙ্গে কাজ করার স্মৃতি এখনও মিস করি। ধীরে ধীরে এই মানুষগুলো আপনের চেয়েও আপন হয়ে গেল। কাজ, আড্ডা, খাওয়া-দাওয়ার সঙ্গী হয়ে গেল সবাই। ভালো লাগাটা এমন এক পর্যায়ে গেল—অফিস ছেড়ে বাসায় যাওয়াটা ভুলেই যেতাম মাঝেমাঝে। একসময় নতুন আরও কয়েক জন টগবগে রিপোর্টার যোগ দিল টিমে। মিরাজ, সাহেদ আলম, বদরুদ্দোজা বাবু, মুনজুরুল করিম পলাশ, আহরার, পিপুল, আশিক, নজরানা, আরিফ। ঈর্ষাজাগানিয়া পারফরম্যান্সে দুর্দান্ত এক টিমে রূপ নিয়েছিল ওরা। মিস করি সেই নিউজরুম, সেই তারুণ্য।
কত কত স্মৃতি, লিখে শেষ করা যাবে না। স্মৃতি না হাতড়িয়ে শুধু বলি, এনটিভির সোনালি দিনের রচনা যাঁরা করেছেন, তাঁদের সঙ্গে একজন জোগালি হিসেবে কাজ করতে পেরে গর্ব করি। ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ ক্ষণে অনেক অনেক ভালোবাসা টিম এনটিভির প্রতি।