আপনার জিজ্ঞাসা
আকিকার মাংস গরিবদের না দিয়ে খাওয়া যাবে?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। শরীফ বায়জীদ মাহমুদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮৬৯তম পর্বে ই-মেইলের মাধ্যমে ঢাকার বসুন্ধরা থেকে আমজাদ হোসেন জানতে চেয়েছেন, আকিকার মাংস গরিবদের না দিয়ে কি খাওয়া যাবে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : আকিকার মাংস গরিবদের না দিয়ে কি খাওয়া যাবে? আত্মীয়দের দিয়ে যদি অল্প থাকে, তখন কি গরিবদের না দিয়ে খাওয়া যাবে? না দিলে কি খাওয়া হারাম হবে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আকিকার মাংস আত্মীয়দের দেওয়ার পর যদি ফকিরদের না দেওয়া যায়, তাহলে এটি হারাম হবে না। এটি ফকির-মিসকিনদের হক নয়। এটি নবজাতকের জন্য দেওয়া হয়। তাই, এ মাংস সবাই শেয়ার করতে পারবে। এর আনন্দ সবাই ভাগ করে নিতে পারবে। জবাইয়ের পর সে মাংস হালাল। তখন আর হারাম হবে না। আপনি খান কিংবা আত্মীয়দের দিন—সবই হালাল। তবে, অবশ্যই ফকির-মিসকিনদের দেওয়া উত্তম কাজ। কিন্তু, না দিলেও কোনো সমস্যা নেই। এটি কোনো জাকাত নয় যে, বাধ্যতামূলক দিতেই হবে। সুতরাং আত্মীয়দের দিয়ে খেলেও হারাম হবে না। আপনি কাকে দেবেন, তা আপনার ইচ্ছা।