আপনার জিজ্ঞাসা
ঈমান ফিরে পাওয়ার উপায় কী?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৯৪৬তম পর্বে ই-মেইলের মাধ্যমে দুবাই থেকে বশির আহমেদ জানতে চেয়েছেন, ঈমান ফিরে পাওয়ার উপায় কী? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : ঈমান ফিরে পাওয়ার উপায় কী?
উত্তর : ধন্যবাদ আপনাকে। যেই কাজটির কারণে আপনার ঈমান নষ্ট হয়ে গেছে কিংবা ঈমান থেকে খারিজ হয়ে গেছেন ওই কাজ থেকে বেরিয়ে আল্লাহর কাছে তওবা করতে হবে। পূর্ণভাবে আপনাকে ওই কাজ থেকে সরতে হবে। বর্জন করতে হবে। যদি আল্লাহ আপনার তওবা কবুল করেন তাহলে হতে পারে আল্লাহ আপনার গুনাহ মাফ করবেন। এটা আল্লাহর ইচ্ছার ওপর নির্ভর করে। আপনাকে অবশ্যই ভালোভাবে তওবা করতে হবে। সেই সাথে ওই কাজ থেকে ফিরে আসতে হবে। এখন আপনি যদি তওবা করেও ওই কাজ আবার করেন তাহলে কোনো লাভ নেই। অবশ্যই ভুল থেকে সরে দাঁড়াতে হবে।