আপনার জিজ্ঞাসা
কত বছর পড়লে কোরআনের ভাষা অর্থসহ বোঝা যায়?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৯২২তম পর্বে ই-মেইলের মাধ্যমে ভারত থেকে শেখ ইজমামুল হক জানতে চেয়েছেন, কত বছর পড়লে কোরআনের ভাষা অর্থসহ বোঝা যায়? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : সাধারণ ছেলেরা কত বছর পড়াশুনা করলে কোরআনের ভাষা অর্থসহ বুঝবে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। জেনারেল লাইনের ছেলেরা ঠিকমতো তিন বছর পড়লে কোরআনের ভাষা যথার্থ বুঝতে পারবে। যথাযথভাবে বুঝে পড়তে পারবে। এক্ষেত্রে তিন বছর ভালো করে পড়লে সে পারবে। অবশ্যই একাগ্রতা থাকতে হবে, মনোযোগ থাকতে হবে, শুধু এলে-গেলে হবে নাভ। অবশ্যই দৃঢ়তা থাকতে হবে। কোরআনে ভাষা সহজ। কিছু কথা পুনরায় অনেকবার থাকে। তাহলে এটা তিন বছরে সম্ভব। কেউ একাগ্রতা নিয়ে পড়লে আরও তাড়াতাড়িও শেষ করতে পারবেন। বর্তমানে অনেককেই দেখেছি আরও কম সময়ে পড়েছেন। এখনে মনোযোগটা গুরুত্বপূর্ণ। সেটা ঠিক থাকলে অবশ্যই পারবেন। এটা নিয়ে কোনো সন্দেহ নেই।