আপনার জিজ্ঞাসা
কবরস্থানের পবিত্রতা নিয়ে ইসলাম কী বলে?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। শরীফ বায়জীদ মাহমুদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮৩৩তম পর্বে ই-মেইলের মাধ্যমে কুমিল্লা থেকে আনোয়ার হোসেন জানতে চেয়েছেন, কবরস্থানের পবিত্রতা নিয়ে ইসলাম কী বলে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : কবরস্থানের পবিত্রতা নিয়ে ইসলাম কী বলে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। কবরস্থান পবিত্র রাখার জন্য কবর সংরক্ষণের যেসব ব্যবস্থাগুলো আছে, সেসব করলেই হয়। এ ছাড়া, পুরো কবরস্থানের চারপাশে আপনি বাউন্ডারি করে দিতে পারেন। যাতে করে কোনো অপবিত্র কিছু না হতে পারে। কবরস্থানে প্রস্রাব-পায়খানা করা কিংবা নোংরা ফেলা উচিত নয়। এজন্য কবরস্থানের হেফাজত করা দরকার। তবে, এটি নিজেদের ব্যবস্থাপনার ব্যাপার। এ নিয়ে হাদিসে স্পষ্ট কোনো বাণী আসেনি।