আপনার জিজ্ঞসা
কবিরাহ গুনাহকারীর ইবাদত কি কারামত?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৯১৫তম পর্বে ই-মেইলের মাধ্যমে পাটেরবাগ ঢাকা থেকে একজন জানতে চেয়েছেন, কবিরাহ গুনাহকারীর ইবাদত কি কারামত? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : কবিরাহ গুনাহকারীর ইবাদত কি কারামত?
উত্তর : কবিরাহ গুনাহে লিপ্ত ব্যক্তির আমাল হলো লৌকিক। কবিরাহ গুনাহ লিপ্ত ব্যক্তির আমল কারামত নয়। তার আমলে ত্রুটি রয়েছে। কারামত তাদের জন্য নয়। যারা আল্লাহর নৈকট্য লাভ করেছেন তাদের জন্য কারামতের বিষয় আসবে। কবিরাহ গুনাহ করা ব্যক্তি কারামত পাওয়ার বিষয়টি প্রশ্নেই আসে না। এটা অনেক বড় বিষয়। যারা আল্লাহর ভালোবাসা পান তাদেরই কারামত দেবেন আল্লাহ। এখানে কবিরাহ গুনাহকারীর সঙ্গে কারামতের কোনো সম্পর্ক নেই।