আপনার জিজ্ঞাসা
কাদের জাকাত দেওয়া উত্তম?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
রমজান উপলক্ষ্যে আপনার জিজ্ঞাসার বিশেষ আয়োজনের ২২তম পর্বে টেলিফোনের মাধ্যমে সিলেট থেকে একজন জানতে চেয়েছেন, জাকাত কাদের দেওয়া যাবে, আর কারা দিতে পারবেন? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : কাদের জাকাত দেওয়া উত্তম? আর, কারা দিতে পারবেন?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যার কাছে নেসাব পরিমাণ সম্পদ আছে এক বছর সময় ধরে, তিনি জাকাত দেবেন। আর, জাকাত দেবেন ওই সব ব্যক্তিকে, যারা ব্যক্তিগত চাহিদা পূরণ করতে পারে না। ফকির-মিসকিনরা জাকাত পাবেন। যারা ব্যক্তিগত চাহিদা পূরণ করতে পারে না, তারা পাবে। যাদের কোনো সম্পদ নাই, কোনো টাকা জমা নেই, যেযেগুলো দিয়ে সে তার জীবন ভালোভাবে চলতে পারবে। তাহলে সে জাকাত পাবে। এ ছাড়া নেসাব পরিমাণ সম্পদ না থাকলে, তাকেও জাকাত দেওয়া যাবে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই।