আপনার জিজ্ঞাসা
কাফির কাদের বলা হয়?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৯৮১তম পর্বে ই-মেইলের মাধ্যমে ঢাকা থেকে আমির হোসেন জানতে চেয়েছেন, কাফির কাদের বলা হয়? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : কাফির কাদের বলা হয়?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। কাফির বলা হয় তাদের যারা আল্লাহকে, আল্লাহর আয়াত ও নিদর্শনসহ সবকিছুকে এবং রাসুল (সা.) কে রাসুল হিসেবে স্বীকার করে নেয়নি তারাই হলো কাফির। এই অর্থে, যারা অন্যে ধর্মের আছেন তারা রাসুল (সা.) কে স্বীকার করেননি কিংবা আল্লাহ আয়াত কিংবা কিতাবকে স্বীকার করেননি তাই তারা কাফির। মূল কথা হলো, ইসলামের মৌলিক বিষয়গুলো যে অস্বীকার করবে সেই কাফির। এটা নিয়ে কোনো সন্দেহ নেই।