আপনার জিজ্ঞাসা
কোনগুলো সগীরাহ গুনাহ?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার বিশেষ আয়োজনের ২৯৬০তম পর্বে ই-মেইলের মাধ্যমে আমিনুল ইসলাম জানতে চেয়েছেন, কোনগুলো সগীরাহ গুনাহ? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : কোনগুলো সগীরাহ গুনাহ? কিছু সগীরাহ গুনাহ সম্পর্কে বলবেন কি?
উত্তর : আপনি সগীরাহ গুনাহ নিয়ে জানতে চেয়েছেন। সগীরাহ (ছোট) গুনাহ হলো এমন গুনাহ যেগুলো কবীরাহ (বড়) গুনাহ হিসেবে উল্লেখ করা হয়নি। যেমন—আপনার কোনো কিছুতে খারাপ দৃষ্টি পড়ে গিয়েছে। কিংবা কোথাও একটা কাজ করার কথা ছিল সেটা আপনি লঙ্ঘন করেছেন বা মেসওয়াক করেননি আপনার মুখের গন্ধ নিয়ে মানুষের সামনে এলেন। এসব ছোট ছোট গুনাহগুলো হলো সগীরাহ গুনাহ। কোরআন ও হাদিসে কবীরাহ গুনাহগুলোকে নির্দিষ্ট করে বলা হয়েছে। এই নির্দিষ্টগুলো ছাড়া বাকিগুলোই হচ্ছে সগীরাহ গুনাহ। সগীরাহ গুনাহ অনেক। এইগুলো আপনার কাজের মাধ্যমে হতে পারে, কথার মাধ্যমে হতে পারে, দৃষ্টির মাধ্যমে হতে পারে, কল্পনার মাধ্যমে হতে পারে। এর পরিধি বিশাল। এই গুনাহ মূলত অবাধ্যতা। এটা আপনাকে ধীরে ধীরে কবীরাহ গুনাহর দিকে নিয়ে যাবে। তাই সাবধান হতে হবে।