আপনার জিজ্ঞাসা
কোনো নারী কি পুরুষের মরদেহ গোসল করাতে পারবেন?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮১২তম পর্বে ই-মেইলের মাধ্যমে কুমিল্লা লাকসাম থেকে আনোয়ার হোসেন জানতে চেয়েছেন, কোনো নারী কি পুরুষের মরদেহ গোসল করাতে পারবেন? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : তুরস্কের এক বাসিন্দা ইদা এলাল। ইসলামের রীতি মেনে দাফনের জন্য মরদেহ প্রস্তুত করছেন। মৃত ব্যক্তির গোসলের দায়িত্ব তাঁর হাতে। আমার প্রশ্ন হলো, কোনো নারী কি পুরুষের মরদেহ গোসল করাতে পারবেন?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। নারী যদি মাহরেম হয়, মানে নারী যদি মৃত ব্যক্তির স্ত্রী হয় কিংবা মা হয়, তাহলে মরদেহ গোসল করাতে পারবেন। এটা জায়েজ আছে। এটা নাজায়েজের কিছু নয়। আপনি এখানে স্পষ্ট করতে পারেননি ওই নারী কাকে গোসল করাচ্ছেন। ওই নারী যদি তাঁর স্বামীর মরদেহ গোসল করান, তাহলে তিনি পারবেন। আপনাকে প্রশ্ন স্পষ্ট করতে হবে। স্বামীও তাঁর স্ত্রীকে গোসল করাতে পারবেন। এক হাদিস অনুযায়ী এটি স্পষ্ট। বুখারি অনুযায়ী, একদিন রাসুল (সা.) আয়শা (রা.)-কে বলেছেন, তুমি যদি আমার আগে মারা যাও, আমি তোমাকে গোসল দেওয়াব। এটা থেকে স্পষ্ট বুঝা যায় যে, এটি জায়েজ আছে। এটি যদি জায়েজ না হতো, তাহলে বলতেন না। এটা নিয়ে কোনো সন্দেহ নেই।